Wellcome to National Portal
Main Comtent Skiped

At a glance

বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানী লিমিটেড  (BTCL) বাগেরহাট।

 ১৮৫৩ সালে পোস্টস এন্ড টেলিগ্রাফ ডিপার্টমেন্ট নামে যাত্রা শুরু করা  প্রতিষ্ঠানটি আজ বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানী লিমিটেড নামে দেশের সর্ববৃহৎ রাষ্ট্রায়াত্ত টেলিযোগাযোগ কোম্পানী। এ প্রতিষ্ঠানের লক্ষ্য হচেছ কার্যক্রম গতিশীল করার মাধ্যমে একটি সুষ্ঠু ও cost-effective সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হিসাবে গড়ে তোলা। প্রতিষ্ঠানটি ল্যান্ড লাইন টেলিফোন সেবার পাশাপাশি ADSL Internet, High Speed Broad band Internet, LLI (Leased Line Internet), VPN, GPON, .bd. বাংলা Donain service, web Hosting, DNS parking, IP addres sell service, NIX port service, Transmission bandwidth ইত্যাদি প্রদান করে থাকে। বর্তমানে বাগেরহাট শহরে ১টি, ৮টি উপজেলায় ১০টি, মোট ১১ টি এক্সচেঞ্জ রয়েছে। এই সকল এক্সচেঞ্জ সমূহে প্রায় ৪০০ কিঃমিঃ কপার ক্যাবল নেটওয়ার্ক রয়েছে। বাগেরহাট জেলার সকল এক্সচেঞ্জ এর ধারন ক্ষমতা ১৩৩০০ এবং বর্তমান সংযোগ সংখ্যা ১৮৯৯।   ADSL সংযোগ সংখ্যা ১২৫টি এবং LLI সংযোগ সংখ্যা ২৫টি। ৮টি উপজেলায়ই ফাইবার নেটওয়ার্ক এর আওতাভূক্ত। বাগেরহাট সদর উপজেলার ১০টি ইউনিয়নে অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক এর মাধ্যমে ইন্টারনেট সংযোগ রয়েছে। উপজেলা এবং ইউনিয়নে মোট ফাইবার নেটওয়ার্ক এর দৈর্ঘ্য প্রায় ৯৫০ কিঃমিঃ। রূপকল্প ২০৪১ অর্জনে বাগেরহাট নিরবিচ্ছিন্ন টেলিযোযোগ ব্যবস্থা নিশ্চিত করার জন্য বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহন করেছে। ইহার মধ্যে রয়েছে দেশব্যাপি optical Network শক্তিশালী করণ, ইউনিয়ন Internet এর back bone speed বৃদ্ধি করণ, IP Network চালু করা, triple play service (voice, video & data) অর্থাৎ GPON চালু করা। এ ছাড়া গ্রাম পর্যায়ে ইন্টারনেট সার্ভিস চালু করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।        

 

সংযোগের সক্ষমতা

বর্তমান সংযোগ সংখ্যা

এডিএসএল সংযোগ সংখ্যা

লিজকৃত  লাইন

১৩৩০০

১৮৯৯

১২৫

২৫

 

কর্মপরিকল্পনা

সেক্টর

ভিশন

কার্যক্রম

এসডিজি-২০৩০ জাতীয় লক্ষমাত্রার সংশ্লিষ্টতা

বর্তমান অবস্থা

কর্মপরিকল্পনা

সূচক/ মন্তব্য

 

 

এসডিজি লক্ষ্যমাত্রা

জাতীয় লক্ষ্যমাত্রা

স্বল্পমেয়াদি

মধ্যমেয়াদি

দীর্ঘমেয়াদি

 

 

 

২০১৮-২০২১

২০১৮-২০৩০

২০১৮-২০৪১

 

 

২০২১

২০৩০

 

 

টেলিকমিউনিকেশন্স

 

নিরবিচ্ছিন্ন Internet
এবং Data
service  প্রদান

ইন্টারনেট ব্যাকবোন বৃদ্ধিকরন

১৭.৮

 

৯.গ

১৭.৮.১
৪০%
৯.গ.১
৯২%

১৭.৮.১
৯০%
৯.গ.১
৯২%

১০ জিবি

১৫ জিবি

৩০  জিবি

৫০ জিবি

 

 

 

ইন্টারনেট প্রটোকল (IP)  নেটওয়ার্ক চালুকরণ

১৫%

২৫%

৫০%

১০০%

 

 

 

অনলাইন বিলিং

চালু হয় নাই

 

২০%

৫০%

১০০%

 

 

 

ট্রিপল প্লে সার্ভিস (ভয়েস, ডাটা ও ভিডিও)

চালু হয় নাই

৫০%

৮০%

১০০%

 

 

 

 

বর্তমানে বিটিসিএল (বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানী লিমিটেড) হল রাষ্ট্রায়াত্ত টেলিযোগাযোগ কোম্পানী। বিটিসিএল টেলিযোগাযোগ ব্যবস্থার পরিধি বিস্তারের মাধ্যমে জনগণের দোরগোড়ায় সেবা পৌছে দিচ্ছে। ২য় সাবমেরিন ক্যাবল চালু হওয়ার পর অত্র অঞ্চলে টেলিযোগাযোগ ও ইন্টারনেট সেবার ট্রান্সমিশন ডিস্টার্বনেস শূন্যের কোঠায় নিয়ে  আসতে সক্ষম হয়েছে। সেই সাথে ব্যান্ডউইথ কাঙ্খিত মানে নিয়ে আসতে পেরেছে।

১৮৫৩

ব্রিটিশ ভারতে ডাক ও টেলিগ্রাফ অধিদপ্তর গঠন

১৯৮৫

টেলিগ্রাফ এ্যাক্ট ১৯৮৫

১৯৩৩

ব্রিটিশ ভারতে ডাক ও টেলিগ্রাফ অধিদপ্তর গঠন

১৮৫৩

ওয়্যারলেস এ্যাক্ট-১৯৩৩

১৯৩৩

ওয়্যারলেস এ্যাক্ট-১৯৩৩

১৯৬২

পাকিস্তান টেলিগ্রাফ ও টেলিফোন অধিদপ্তর হিসেবে পুনঃ নামকরন।

১৯৭১

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ টেলিগ্রাফ ও টেলিফোন অধিদপ্তর হিসেবে পুনঃনামকরন।

১৯৭৫

টেলিগ্রাফ ও টেলিফোন বোর্ড অধ্যাদেশ

১৯৭৯

টেলিকম ও ওয়্যারলেস সেবার লাইসেন্স ইস্যুর অধিকারসহ বাংলাদেশ টেলিগ্রাফ ও টেলিফোন বোর্ডের অধ্যাদেশ

১৯৯৮

টেলিযোগাযোগ নীতিমালা-১৯৯৮

২০০১

পরবর্তীতে শেয়ারগুলো জনগণের মধ্যে ছাড়া হবে।

২০০৮

বিটিটিবি বিটিসিএল-এ পরিণত হয়েছিল ১লা জুলাই ২০০৮ইং সনে। বিটিসিএল-এর সকল শেয়ারের মালিক বাংলাদেশ সরকার। পরবর্তীতে জনগণের মাঝে শেয়ার ছাড়া হবে।

২০০৯

দি বাংলাদেশ টেলিগ্রাফ এন্ড টেলিফোন বোর্ড (সংশোধন) এ্যাক্ট, ২০০৯

বেসিক টেলিকমিউনিকেশন সেবা প্রদানের জন্য বিটিসিএল এর একটি দায়িত্ব রয়েছে। বর্তমানে, বিটিসিএল আপসিলা (থানা) এবং বর্ধমান কেন্দ্র প্রায় ১ মিলিয়ন টেলিফোন গ্রাহককে টেলিফোন সেবা প্রদান করছে। তাদের অধিকাংশ ডায়াল-আপ ইন্টারনেট সেবা ব্যবহার করতে পারেন। বিটিসিএল কপার ক্যাবলিং, মাইক্রোভ লিংক, স্যাটেলাইট লিঙ্ক, অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক প্রভৃতির মধ্যে সবচেয়ে বড় টেলিকম অবকাঠামো রয়েছে। কল রেট এবং ইন্টারনেট হার অন্যান্য অপারেটর তুলনায় সস্তা। এডিএসএল ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা বর্তমানে বিদ্যমান ক্ষমতা ৩৩ হাজার বিটিসিএল ২০০৭-০৮ অর্থবছর ১৫৬৫৩ মিলিয়ন টাকা রাজস্ব আদায় এবং ২০০৮-০৯ বছরে ২০৮১৩ মিলিয়ন টাকা রাজস্ব অর্জন করেছে। অনুমোদন প্রাপ্ত পদ সংখ্যা ১৯০৬. ৩০ জুন, ২০০৯ কর্মরত জনশক্তি ১০৩২৫ (নিয়মিত) এখানে। উপরন্তু প্রায় ৫০০০ কর্মচারী ওয়ার্কচার্জের এবং কর্মচারী হিসাবে কাজ করছে। ২৭ শে ডিসেম্বর ২০০৯ তারিখে পরিচালিত ২৪ তম বোর্ডের ডাইরেক্টরস সভায় ৮৭০৩ এর মধ্যে কোম্পানির সংগঠন অনুমোদিত।