নির্ভরযোগ্য আধুনিক টেলিকমিউনিকেশন সুবিধা গড়ে তোলার পাশাপাশি টেলিফোন ব্যবহারের হার বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেয়া হচ্ছে। প্রতিষ্ঠানটির এক্সচেঞ্জগুলোর যন্ত্রপাতি আধুনিকায়ন করা হবে। কপার ট্রান্সমিশন লাইনের পরিবর্তে ফাইবার অপটিক ক্যাবল এর মাধ্যমে দেশব্যাপী টেলিযোগাযোগ নেটওয়ার্কের আধুনিকায়ন করবে বিটিসিএল। এতে ভয়েস কলের পাশাপাশি ইন্টারনেট ও ভিডিও আদান-প্রদানের সুযোগ বাড়বে। ফলে জনসাধারণ কম দামে তথ্যপ্রযুক্তিসেবা পাবে।এরই মাধ্যমে ইন্টারনেট প্রটোকল (আইপি) ফোনের সংযোগ,ই-গভর্নেন্স, ই-কমার্স, ই-এডুকেশন, ই-হেলথ, ই-কৃষি ও অন্যান্য সুযোগ বাড়বে। মজার ব্যাপার হচ্ছে শীঘ্রই জিপন (GPON i.e. Gigabit Passive Optical Network)চালু করতে যাচ্ছে বিটিসিএল। যাতে রয়েছে একাধারে টেলিফোন, ইন্টারনেট, ডিশ সংযোগ ছাড়াই টিভি চ্যানেল দেখার সুযোগসহ নানাবিধ সুবিধাসমূহ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS