বিটিসিএল কেন্দ্রীয় কার্যালয়ের সভাকক্ষে সেপ্টেম্বর ০৫, ২০১৯ খ্রিঃ তারিখে সিজিএম কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। ব্যবস্থাপনা পরিচালক ইকবাল মাহমুদ এর সভাপতিত্বে দিনব্যাপী এ অনুষ্ঠানে প্রতিষ্ঠানের উপ-ব্যবস্থাপনা পরিচালকগনসহ বিভিন্ন অঞ্চলের প্রধানসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। গত ১৩ জুন ২০১৯ খ্রিঃ তারিখে অনুষ্ঠিত পূর্ববর্তী সিজিএম কনফারেন্সে গৃহীত সিদ্ধান্তের অগ্রগতি, বিটিসিএলের জিপন, এডিএসএল, টেলিফোন সার্ভিসের বাৎসরিক লক্ষমাত্রা, কর্পোরেট গ্রাহকগনের এলএলআই সংযোগ ও ভিপিএন সংযোগ প্রদানের সীমাবদ্ধতা থেকে উত্তোরণ, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে স্থাপিত ফাইবারসমূহ রক্ষণাবেক্ষণ, প্রকল্প কাজের অগ্রগতি, বিভিন্ন অঞ্চলের সাথে বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি, রাজস্ব আয় বৃদ্ধির বিষয়ে সুপারিশ, বানিজ্যিক হিসাব প্রস্তুত, আউটসোর্স কোম্পানি নিয়োগ, কাস্টমার কেয়ারে গৃহীত পদক্ষেপসহ বিভিন্ন ইস্যুতে মাঠ পর্যায়ের শীর্ষ কর্মকর্তাগন তাদের মতামত প্রদান করেন ও বিটিসিএল প্রধান বিভিন্ন বিষয়ে নির্দেশনা প্রদান করেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS